প্রতিবছরের মতো এবছরও বশেমুরমেবিতে "ফুটসেল ফেস্টা" নামক মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আইন বিভাগ। এইবারের আসরটি ছিলো এই টুর্নামেন্ট এর ২য় আসর।

টুর্নামেন্টটি মূলত আয়োজন করা হয় ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট এর ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৫ টি বিভাগ। যার মধ্যে ওশানোগ্রাফী এন্ড হাইড্রোগ্রাফী এবং পোর্ট ম্যানেজমেন্ট এন্ড লজিস্টিক বিভাগ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় এবং সেমিফাইনাল থেকে বিদায় নেয় মেরিন ফিশারিজ এন্ড এ্যাকুয়াকালচার বিভাগ।

মেরিন ফিশারিজ এন্ড এ্যাকুয়াকালচার বিভাগ সেমিফাইনালে মেরিটাইম ল বিভাগের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় এবং পরবর্তীতে ফাইলে মেরিটাইম ল বিভাগ ২-০ গোলে হারায় নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগ কে এবং মেরিটাইম ল ফুটসেল ফেস্টা সিজন-০২ এর চ্যাম্পিয়ন হয়।

টুর্নামেন্ট এর সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন তাসিন ( মেরিটাইল ল বিভাগ), মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন এহসান আলিফ (মেরিটাইম ল বিভাগ),  এবং সেরা গোল রক্ষক নির্বাচিত হন শাকিল ইবনে সেলিম ( মেরিন ফিশারিজ এন্ড এ্যাকুয়াকালচার বিভাগ)।