বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভীক পেশাদারিত্ব বজায় রেখে প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করলো ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ)। ২০১৭ সালের ২৩ নভেম্বর যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রগতিশীলতার চেতনাকে ধারণ করে ‘হোক সত্যের পক্ষে প্রবল পক্ষপাতিত্ব’- এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রবল ইচ্ছাশক্তি, প্রচণ্ড কর্মস্পৃহা, কঠোর সাধনা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আর দক্ষ নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সবার বিশ্বাস ও আস্থার মূর্ত প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে জবি রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার এই সাত বছরে বেশকিছু গণমাধ্যমকর্মী তৈরি করতে সক্ষম হয়েছে সংগঠনটি। যারা তাদের মেধা, শ্রম, কর্মদক্ষতা ও যোগ্যতা দিয়ে স্থানীয়, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। 
জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, জবি রিপোর্টার্স ইউনিটি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। সর্বোপরি আমার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই যাদের পাশে না পেলে এ পথ মসৃণ হতো না। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন ভাই, উপদেষ্টা আবু হানিফ ভাই এবং রিসাত রহমান স্বচ্ছ ভাইসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। জবি রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়া বলেন, জবি রিপোর্টার্স ইউনিটি এক আবেগের নাম। বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকেই বিশেষ কিছু করার চিন্তা ছিল, যার মাধ্যমে সকল কিছু জানা ও অনুধাবন করা যাবে। আর সেই পথ সহজ করে দিয়েছে সাংবাদিকতা ও জবি রিপোর্টার্স ইউনিটি।