ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে ভারত। আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ন তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আর ভারতের নেতৃত্বে যথারীতি রোহিত শর্মা

দুই অধিনায়কের উপস্থিতিতে আজ ঢাকায় উন্মোচিত হলো ওয়ানডে সিরিজের ট্রফি।  ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন দুই অধিনায়ক। বাংলাদেশের কোন কোন ক্রিকেটার আইপিএল খেলতে পারেন? এমন প্রশ্নে রোহিত শর্মা বলেন, ‘আমি যতটুকু জানি, এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দল চূড়ান্ত করে ফেলেনি। তাই এই মুহূর্তে বলা কঠিন, কে কার বিবেচনায় আছে। তবে আমার মনে হয়, বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি আইপিএলে সুযোগ পাওয়া উচিত। বাংলাদেশের দর্শকদের ক্রিকেট উম্মাদনা সম্পর্কে রোহিত বলেন, ‘আমরা জানি বাংলাদেশের দর্শকরা কতটা ক্রিকেট পাগল। আর বাংলাদেশ দলও আগের চেয়ে অনেক উন্নতি করেছে। আশা করছি, উপভোগ্য একটা সিরিজই হবে।