মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে তিনি এ প্রতিক্রিয়া জানান।
হান্নান মাসউদ লিখেছেন, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ভাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক হামলার শিকার হয়েছেন। এটা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ করে।
তিনি আরও লিখেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী ও ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। বিদেশে পালিয়েও তাদের যড়যন্ত্র, চক্রান্ত ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি।
এই এনসিপি নেতা লিখেছেন, অতিদ্রুত জাতীয় নেতাদের নিরাপত্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। পাশাপাশি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের সরকারকে অনুরোধ করছি।
তিনি লিখেছেন, লীগের প্রতি সুশীলতা ও মায়া দেখানো বন্ধ করুন। এই পতিত স্বৈরাচারী দলটি সুযোগ পেলে যে আবারও দেশে গুম, খুন, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম করবে সেটি আবারও প্রমাণিত হয়েছে।
সবশেষে হান্নান মাসউদ লিখেছেন, লীগ মানেই সন্ত্রাস। সর্বাবস্থায় এবং সর্ব জায়গায়। এরপরও যারা ইনিয়ে-বিনিয়ে এদের পক্ষে কথা বলে তাদেরও আইনের আওতায় আনা জরুরি।
