আজমিরীগঞ্জ বাঁশ মহাল ট্রার্মিনাল ঘাট থেকে  অবৈধভাবে পাচার হওয়ার সময় ৫০ বস্তা ডিএপি সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময়  সারের  ডিলার মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায় কে  সার ব্যাবস্থাপনায় ২০০৬ অনুসারে পাঁচ হাজার  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,গতকাল মঙ্গলবার  বিকাল প্রায় ৫টা ২০মিনিটের সময়  উপজেলার আজমিরীগঞ্জ   বাজারের সারের  ডিলার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায়ের কাছ থেকে ৫০ বস্তা , ডিএপি সার  ট্রলি যোগে পাশের উপজেলা মিঠামইন পাচার করার সময়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  ট্রলি ভর্তি সারগুলো জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায় কে সার ব্যাবস্থাপনায় ২০০৬ অনুসারে নগদ  পাঁচ  হাজার  টাকা জরিমানা করা হয় এবং সেই সঙ্গে তাকে সতর্ক করা হয়। এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম সঙ্গে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লুৎফে আল মঈজ ও আজমিরীগঞ্জ  থানার পুলিশ ফোর্স । এই বিষয়ে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ লুৎফে আল মঈজ  জানান, গোপন সংবাদের ভিত্তিতে  ওই সারগুলো জব্দ করা হয়। ও জব্দকৃত সার উপজেলা পরিষদ হল রুমে রাখা হয়ছে। পরবর্তীতে সার উন্মুক্ত  নিলামে বিক্রি করা হবে। এবং উপজেলা ব্যাপী কৃষি অধিদপ্তর থেকে প্রতিদিন খোঁজ খবর রাখা হচ্ছে। কোন ব্যবসায়ী যেন কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং সার যেন পাচার না হয় এ বিষয়ে নজর রাখা হচ্ছে।এই বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার  ( ভুমি) মুজিবুল ইসলাম জানান , খবর পেয়ে সেখানে গিয়ে জব্দকৃত সার উদ্ধার করে সার ব্যাবস্থপনায় ২০০৬অনুসারে পাঁচ হাজার টাকা  জরিমানা করা হয় ও সতর্ক করে দেওয়া হয়। এবং সার কৃষি সম্পসারন কর্মকর্তার হেফাজতে রয়েছে।