কিছুক্ষণের মধ্যে প্রকাশ্যে দেখা যাবে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচিত 'আনোয়ার টিভি'র অ্যাডমিন মাজেদ আহমেদকে। সময়ের গল্পের মুখোমুখি হয়েছিলেন তিনি।


সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আলোচিত নাম 'আনোয়ার টিভি'। খুব অল্প সময়েই স্যাটায়ার পোস্ট দিয়ে জনপ্রিয়তা পেজটি। তবে আলোচনার পাশাপাশি ছিলো সমালোচনাও। মূল ধারার একটি গণমাধ্যমের লোগোকে নকল করে নিয়মিত পোস্ট দেয়ায় অনেকেই হয়েছেন বিভ্রান্ত। মজা বা ফ্যান পোস্টের ভিড়ে হারিয়ে যাচ্ছিলো আসল সংবাদ।

সম্প্রতি হ্যাকিং এর স্বীকার হয় আনোয়ার টিভির পেজ। বর্তমানে আর সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না এটিকে। আনোয়ার টিভির অ্যাডমিনের দাবি, ভারতীয় মেটা এজেন্টরাই মূলত হ্যাক করেছে পেজটি। যার পেছনে ফেসবুক কর্তৃপক্ষই দায়ী।

এসব নিয়ে 'সময়ের গল্প'র মুখোমুখি হয়েছিলেন আনোয়ার টিভির এডমিন মাজেদ আহমেদ। মন খুলে কথা বলেছেন। দিয়েছেন নানা অভিযোগ। একই সঙ্গে আনোয়ার টিভির বিরুদ্ধে উঠা সমালোচনার জবাবও দিয়েছেন সোজাসাপটা।

আনোয়ার টিভির এডমিনের সাক্ষাতকারটি প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭টায় সময়ের গল্প ও সময় এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল। সাক্ষাৎকারটি নিয়েছেন বিনোদন প্রতিবেদক তানভীর হাসান।