ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরোও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যুবলীগের যে দায়িত্ব দিয়েছে, তাই আমি সারা বাংলাদেশের যুবলীগকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি।

আজ  বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলাএলজিইডি আয়োজনে কৃষ্ণপুর জিসি - সদরপুর থেকে পিয়াজখালী জিসি কাউলিবেড়া তাড়াইল সড়ক বিসি দ্বারা উন্নয়নে ১৬ কোটি ৪৮ লাখ ৯৭ হাজার ৯শ টাকা ব্যায়ে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জেলা পরিষদের মহিলা সদস্য কোহিনুর বেগমের সভাপতিত্বে বাবুরচর বাজারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জান খান, ভাংগা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সদরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আব্দুল মোমিন, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, ও সাবেক  চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, আকোট ইউনিয়ন চেয়ারম্যান আসলাম বেপারীসহ স্থানীয় গন্যামান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানটি    সার্বিক ভাবে পরিচালনা করেন, মিজানুর রহমান পিংকু।