নিরাপত্তা জনিত কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবান সদরসহ লামা,

নিরাপত্তা জনিত কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটন ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবান সদরসহ লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলাপ্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন।বুধবার (৩০ অক্টোবর ২০২৪) দুপুরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বান্দরবান একটি পর্যটন এলাকা এখানকার অধিকাংশ মানুষ এ শিল্পের সাথে জড়িত। পর্যটক না আসলে এখানকার মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেকে কর্মহীন হয়ে পড়ে।তাই পর্যটন শিল্পের বিকাশ ও স্থানীয়দের অর্থনৈতিক মান উন্নয়নের কথা চিন্তা করে দ্রুত এ উপজেলার পর্যটন স্পট গুলো খুলে দেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বিবেচনায় ৭ থেকে ১০ দিনের মধ্যে লামা আলিকদম নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর উপজেলার পর্যটন কেন্দ্র গুলো পর্যটক ভ্রমনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে অন্য উপজেলা গুলোও উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সেনাবাহিনী, ডিজিএফআই, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের নেতারা।উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান জেলায় সব ধরনের দেশী বিদেশী পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করেছিল জেলাপ্রশাসন।