‎পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৯ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি ও সমমানের ১৪ জন এবং এইচএসসি ও সমমানের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি স্কিমের পরিচালক প্রফেসর মো. তোফাজ্জেল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন,
‎“দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অবদান অপরিসীম। এই পুরস্কার তাদের জন্য উৎসাহের বার্তা হয়ে থাকবে।”

‎একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।
‎এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন, গাজীপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন,  মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন মোঃ গোলাম মর্তুজা, মেধাবির শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মেহরিন নাজনিন পপি।
‎অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এসইডিপি স্কিমের গুরুত্ব তুলে ধরেন।