কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়েত ইসলামীর কমিটি গঠিত হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জামায়েত ইসলামীর কমিটি গঠিত হয়েছে।  কোন প্রচারণা, পোস্টারিং, গ্রুপিং, শোডাউন,তেলবাজি ঘুষ-বাণিজ্য ছাড়াই ১৯ নভেম্বর  মঙ্গলবার রাতে তাদের কার্যালয়ে  উপজেলা জামাতের মজলিশের সূরা সদস্যের ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের সেট-আপ সম্পন্ন হয়েছে। ১৫ সদস্যের  কমিটিতে- উপজেলা আমীর (সভাপতি) মনোনীত হয়েছেন অধ্যাপক মোজাম্মেল হক মোজাম্মেল হক জোয়ারদার। নায়েবে আমীর (সহসভাপতি) মনোনীত হয়েছেন-  জনাব সাইদুল হক বিএসসি।সেক্রেটারি (সাধারণ সম্পাদক)  মনোনীত হয়েছেন-  মাওলানা মাহমুদুল হাসান। বায়তুলমাল সম্পাদক  - মাওলানা আঃ আওয়াল। শিক্ষা ও গবেষণা _ মাওলানা জসিম উদ্দিন শ্রম,আইন ও মানবাধিকার  -জনাব  শহিদুল ইসলাম দুলাল,যুব বিভাগ -জনাব  আলী হোসেন রণি।মানব সম্পদ উন্নয়ন বিভাগ - জনাব ওয়াহিদুল হক মাস্টার,সাহিত্য ও সংস্কৃতি - জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার,অফিস, পাঠাগার ও প্রকাশনা -জনাব জামাল উদ্দিন মাস্টার,প্রচার ও পেশাজীবি বিষয়ক সম্পাদক - জনাব শফিকুল ইসলাম মোড়ল,সাবেক ভাই চেয়ারম্যান। ওলামা বিভাগ- মাওলানা শফিকুল ইসলাম নুরী ।তা ছাড়াও উপজেলা মজলিসে শুরা সদস্য হিসেবে নির্বাচিত সদস্য হয়েছেন-মোৌ বিলাল হোসেন বিএসসি, মাওলানা আমিনুল ইসলাম,মোঃ মাহফুজুর রহমানএ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী নাজমুল ইসলাম ও সহকারী সেক্রেটারী কাজী সাইফুল্লাহসহ উপজেলা জামায়াতে ইসলামীর রুকনবৃন্দ। উক্ত কমিটির মেয়াদ ২ বছর বহাল থাকবে।