কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের ও খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল হাই মাস্টার দীর্ঘ রোগ ভোগের পর শনিবার,১৯ জুলাই বিকাল সাড়ে ৪ টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর।তিনি কিডনি,ফুসফুস সমস্যা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে শারীরিক জঠিলতায় ভুগছিলেন।তিনি স্ত্রী, ৪ ছেলে,৩ মেয়ে রেখে গেছেন।রবিবার,২০ জুলাই সকাল ১০ টায় খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।খয়রত গ্রামের বাট্ররপাড় কবরস্থান দাফন সম্পন্ন হবে।