গাজীপুরের ব্যস্ততম কালিয়াকৈর-মাওনা রোড দিনকে দিন এক মরণফাঁদে পরিণত হচ্ছে। সড়ক দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনার আতঙ্কে মানুষজন চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।

গতকাল (১৮ জুলাই) এই রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বেপরোয়া ট্রাক যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

আজ (১৯ জুলাই) সকালেও ঘটেছে আরেক হৃদয়বিদারক দুর্ঘটনা। ফুলবাড়িয়া স্ট্যান্ডের গোলচত্বরে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক রুদ্র (২৫) নামের এক তরুণকে পিষে মেরে ফেলে। নিহত রুদ্রের বাড়ি কালিয়াকৈরের পালপাড়া এলাকায়। 

পুলিশি টহল থাকার পরও মাঝে মাঝে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে। এতে করে সাধারণ মানুষ রাতের বেলায় রাস্তায় চলাচলে ভীত ও শঙ্কিত হয়ে পড়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ
আজ শনিবার দুপুরে কালিয়াকৈর-মাওনা রোডের বিভিন্ন স্থানে এলাকাবাসী মানববন্ধন করেন। শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন—

“প্রতিদিন এ রোডে মানুষ মারা যাচ্ছে। আমরা আর মৃত্যুর খবর শুনতে চাই না। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ।”

মানুষের প্রাণ রক্ষা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।