আগামী ১০ নভেম্বর থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হতে যাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে। এ কার্যক্রম চলবে ৪ দিন ব্যাপী। ক্যাম্পেইনে জরায়ুমুখে ক্যানসার রোধে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। আর এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ৩য় তলায় সভাকক্ষে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়। এ সভায় ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য জানান কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম  । সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বলেন, ‘সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে দিচ্ছে। টিকা পেতে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd  ওয়েবসাইটে।’ তিনি আরও বলেন, ‘আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। এরই ধারাবাহিকতায় এবছর কাশিয়ানী উপজেলায় আগামী ১০ নভেম্বর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে যা চলবে ৪ দিনব্যাপী। এক ডোজ এইচপিভি টিকা নিয়ে জরায়ুমুখ ক্যানসার রুখে দিতে হবে। এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে।’  ডা. আমিনুল ইসলাম বলেন, ‘ক্যানসার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমকে বাস্তবায়িত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা হেল্থ ইনচার্জ নিলিফুর নাহার। এসময় আরও উপস্থিত, কাশিয়ানী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী ওমর হোসেন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোঃ মিল্টন খান, সাধারন সম্পাদক ইবাদুল রানা, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নেওয়াজ আহমেদ পরশ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আম্মার মিয়া অসীম, কাশিয়ানী প্রেসক্লাবের সদস্য মোঃ জুয়েল হাসান।