বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে দুর্দান্ত ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। আসরের শুরু থেকে টানা নয় ম্যাচে অংশ নিয়ে দুই ফিফটির সাহায্যে ২৩৪ রান করেন কুমিল্লার এই তারকা ওপেনার।

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগেই প্লে-অফ নিশ্চিত হয় কুমিল্লার। আগের ম্যাচে হাতে চোট পাওয়া চট্টগ্রামের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে লিটনকে একাদশে রাখেননি কোচ সালাউদ্দিন। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটির সাহায্যে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে চট্টগ্রাম।

 চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্ফার, উসমান খান, মেহেদি মারুফ, খাওয়াজা নাফে, জিয়াউর রহমান, ডারউইস রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান রানা, নিহাদ উজ জামান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, মোহাম্মদ রিজওয়ান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান আলী, আবরার আহমেদ এবং জনসন চার্লস।