কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে ভরদুপুরে থানা পর্যায়ের আন্তঃস্কুল বিভাগের ছাত্রীদের ফুটবল খেলায় অংশ নিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৩ নারী ফুটবলার। তারা সকলেই শিক্ষার্থী। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।


আক্রান্তরা হলেন, প্রিয়া (১৪), মীম (১৪) ও আফরোজা (১৪)। তারা কুষ্টিয়া সদর উপজেলার লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিন নারী ফুটবলার স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচন্ড গরমে ঘেমে তাদের ডিহাইড্রেশন হয়েছে। এছাড়া তাদের শরীরে পুষ্টিহীনতাও রয়েছে।
খেলা পরিচালনায় কর্তব্যরত সেন্টু মোল্লা, হারুন, শিশির ও আকরাম রেফারিগন জানান, ‘জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলার স্কুল শিক্ষার্থীদের আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা ছিল এটি। তবে ফুটবল ম্যাচটি ব্যত্যয় ঘটিয়ে ভরদুপুরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের ম্যাচ পরিচালনার প্রাসঙ্গিক ও অত্যাবশ্যক অনুসঙ্গ হিসেবে স্ট্যান্ডবাই যে সব প্রস্তুতি থাকার কথা তার কিছুই ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ।’
তারা বলেন, একই সাথে শিক্ষার্থীদের সুরক্ষায় যে ধরনের প্রস্তুতি থাকার কথা তার কিছুই ছিলো না। একারণেই দুপুরে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় বনাম লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার সময় ওই তিন ছাত্রীকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে। এমনকি এসময় কোন মেডিকেল টিমকেও দেখা যায়নি মাঠে।
শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় স্যালাইন, খাবার ও খাবার পানির ব্যবস্থা না থাকার কারণ জানতে চাইলে লক্ষিপুর হাসানবাগ মাধ্যমিক বিদ্যালয়ের গেম টিচার পারুল খাতুন জানান, ‘এসব বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমার এখানে কিছু করার নেই। আপনি হেড স্যারের সাথে কথা বলেন।’
তবে প্রধান শিক্ষক শামছুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সবকিছুর ব্যবস্থা করেছিলাম। প্রচন্ড গরমে তাদের শ্বাসকষ্ট দেখা দেওয়ায় অসুস্থ হয়ে পড়েছে।’
ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, ‘খেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সুরক্ষায় খাবার-দাবারসহ আত্যাবশ্যক উপকরণ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিলো। কিন্তু এই প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকায় তারা অসুস্থ হয়েছে। ভবিষ্যতে এ ধরনের খেলা আয়োজনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’