পার্থ শেখ। মডেল ও অভিনেতা। নাটক ও ওয়েব কনটেন্ট দুই মাধ্যমেই নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘নয়া নোট’।

ওয়েব ফিল্ম ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে এ অভিনেতার সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।

‘নয়া নোট’ ওয়েব ফিল্ম নিয়ে দর্শক প্রতিক্রিয়া কী জানার সুযোগ হয়েছে?

সাড়া দারুণ। যারা দেখেছেন, সবাই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক মাধ্যমেও প্রশংসা পেয়েছি। বিশেষ করে সংলাপ ‘দুনিয়ায় সব মানুষই কারও না কারও কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, কেউ আবার কোটি টাকার জন্যে।’ দর্শকের কাছে এ সংলাপটি বেশ ভালো লেগেছে। অনন্য প্রতীক চৌধুরীর নির্মাণেও ছিল মুনশিয়ানার ছাপ। আমি এখানে রেহান নামে এক তরুণ চাকরিজীবীর চরিত্রে অভিনয় করেছি, যে চাকরি আর সম্মান দুটোই ধরে রাখার লড়াই করে। চরিত্রটির জন্য দর্শকের কাছ থেকে এখনও প্রশংসা পাচ্ছি।

সম্প্রতি পারিবারিক গল্পের নাটক ‘দেয়াল’-এ অভিনয় করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল?

অসাধারণ অভিজ্ঞতা। গল্পটা খুবই ভালো, লিখেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজীব। এখানে আমার সহশিল্পী ছিলেন নওবা তাহিয়া। অনেক সিনিয়র অভিনেতার সঙ্গে কাজের সুযোগ হয়েছে। গল্প বা চরিত্রের বিস্তারিত এখনই বলছি না–দর্শকের জন্য চমক থাকুক।