সকলে মিলে সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়বো' এই প্রতিপাদ্য নিয়ে 'গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন' কর্তৃক পটুয়াখালী জেলার গলাচিপাতে 'ফি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদান করা হয়।২৩ নভেম্বর,২৪ (শনিবার) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গলাচিপা উপজেলার দুস্থ, চিকিৎসাবঞ্চিত, আর্থিকভাবে অসচ্ছল মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। দিনব্যাপী এ ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে গাইনি, নাক, কান ও গলা, মা ও শিশু , নিউরো সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ ১১জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে অসহায়, দরিদ্র বিভিন্ন বয়সী মানুষ ভিড় করেন। ক্যাম্পে শান্তিপূর্ণ পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা কাজ করে।গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এইচ এম জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ সম্পাদক এ্যাড. মু. আব্দুর রাজ্জাক ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় বক্তব্য রাখেন এ সংস্থার সহসভাপতি সহিদুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক আমির হোসেন সোহাগ প্রমুখ। সার্বিক পরিচালনায় ছিলেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মু. মোকসছেদুল হাসান রুপম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।ফ্রী মেডিকেলে ক্যাম্পের সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন, বাংলাদেশ জামায়াতে পটুয়াখালী জেলার সাবেক আমীর অধ্যাপক মু. শাহা আলম, গলাচিপা উপজেলা সাবেক আমীর ও জেলা সদস্য অধ্যাপক মাওলানা মো. ইয়াহিয়া খাঁন, বর্তমান আমীর ডা. মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো.সানাউল্লাহ শামিম ও পৌর আমীর মাওলানা বেলাল বিন সুলতান প্রমুখ।বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা খুশি হয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবাগ্রহীতারা বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ দেয়ার খবর শুনে এখানে তারা এসেছেন। টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেননা তাই এই ক্যাম্পে এসে ভালো ডাক্তার দেখাতে পারছেন তারা।
গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহ সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, 'আমরা গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দুস্থ, অসহায়, চিকিৎসা বঞ্চিত, মেহনতী প্রায় ৬'শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করার টার্গেট করলেও সহস্রাধিক লোকের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গলাচিপা ফাউন্ডেশনের এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।ভবিষ্যতে এই ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানালেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুঃ মোকসছেদুল হাসান রুপম। তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে প্রাথমিকভাবে গলাচিপা পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প শুরু করা হয়েছে। আগামীতে বিভিন্ন ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাধ্যমে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই।এ ফাউন্ডেশনের সভাপতি এইচ এম জসীম উদ্দিন জানান, ফ্রী মেডিকেল ক্যাম্পের একমাত্র উদ্দেশ্য মানবিক সেবা দেয়া। আমরা একটি সামাজিক সংগঠন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশনের মাধ্যমে শুধু চিকিৎসা নয়, শিক্ষা, খাদ্য, বস্ত্র অসহায়, দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিবো। এমনকি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে চাই। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে সকল স্তরের মানুষের মাঝে এ সেবা পৌঁছে দিবো।