চকবাজারে ওষুধ ব্যবসায়ী মোঃ নাহিদুল ইসলাম (৩৭)–এর ওপর ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)–কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের চকবাজার থানা।

গত শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বংশাল থানাধীন সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই ২০২৫ খ্রি. বিকেল ৩টা ১৬ মিনিটে চকবাজারের ১২৪ নাজিম উদ্দিন রোডের শাহী মসজিদের নিচতলায় অবস্থিত "আব্দুল্লাহ ফার্মেসী"-তে এ হামলার ঘটনা ঘটে। এক অজ্ঞাত যুবক দোকানে প্রবেশ করে নাহিদুল ইসলামের বাম বুকে চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভিকটিমের দায়েরকৃত অভিযোগে জানা যায়, ঘটনার দিন দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এক ব্যক্তি অতিরিক্ত ঘুমের ওষুধ কিনতে আসেন। ডাক্তারের প্রেসক্রিপশন চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে গালাগালি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরবর্তীতে বিকেলে তিনি ফের এসে অতর্কিতে এই ছুরিকাঘাত করেন।

চকবাজার থানা সূত্রে আরও জানা যায়, মামলার পর সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন)–এর নেতৃত্বে একটি তদন্ত টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী বংশাল থানাধীন ৬৬/১, সাতরওজা, আগাসাদেক রোডের একটি বাসার বাথরুমের ফল্স ছাদ থেকে হামলায় ব্যবহৃত চাকু, রক্তমাখা জামা-প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাতুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।