ছাতক থানা পুলিশের বিশেষ এক অভিযানে  ৯৫  বস্তায় ৪৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ ও ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমীনের নেতৃত্বে এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এসআই (নিঃ) আব্দুস ছালাম,এএসআই (নিঃ) মাসুদ মিয়া ফোর্স সহ এক বিশেষ অভিযান পরিচালনা করে  ইসলামপুর ইউনিয়নের দারগাখালি গ্রামের রব্বানী মিয়ার বাড়ি থেকে এসব চিনি উদ্ধার করে জব্দ করেন। এবং গ্রামের আনিছ আলীর পুত্র শুকুর আলী (৬০) ও হারিছ আলীর পুত্র মিছবাহ উদ্দিন সিরাজ (২৫) কে আটক করা হয়।
এ সময় একই গ্রামের তাজির আলীর পুত্র রব্বানী (৩০) পালিয়ে যায়। রবিবার ৩ নভেম্বর দুপুরে চিনি উদ্ধার ও ২ চোরাকারবারিকে আটক করে পুলিশ। চিনির বাজার মুল্য ৪ লক্ষ ৭৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া হাসান,চিনি উদ্ধার ও দুইজনকে আটকের কথা স্বীকার করে বলেন,এ ব্যাপারে আটক ২ জন ও পলাতক ৫ জন সহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার এস আই মোঃ আব্দুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন