তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যাচার ও অপপ্রচার এবং ব্যবসায়ী সোহাগকে পাশাবিক খুন এবং সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল এই কর্মসুচির আয়োজন করে।
বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহ্বয়ক  আবুল কালাম, মেলান্দহ উপজেলা যুবদলের আহ্বায়ক মনুয়ার হোসেন মনুসহ অন্যানরা এ বক্তারা বলেন, বিএনপির ১৭ বছর আন্দোলন সংগ্রামের ফলে যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার বিদায় নিয়েছে এখন দেশে দরকার একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু এনসিপি ও জামাত সেই নির্বাচন বানচাল করতে চাচ্ছে। রাজপথে যতদিন বিএনপি থাকবে ততদিন তাদের এই  স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।