বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলার উদ্যোগে ১৫ জন  অসহায়দের মাঝে সেলাই মেশিন, ২০ জন ব্যক্তিকে  চিকিৎসা সেবা ও ৩০ জন  ক্ষুদ্র ব্যবসায়ীকে  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ   উপজেলার  সেক্রেটারী সাবেক চেয়ারম্যান  মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার  আমীর সাবেক চেয়ারম্যান  মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ । অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল মাওলা , উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন সিরাজী, সন্দ্বীপ উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের  সভাপতি মাওলানা শাহাদাৎ হোসাইন, তথ্য ও প্রচার সেক্রেটারি মোহাম্মদ শাহেদ খাঁন , অফিস সেক্রেটারি মোহাম্মদ সবুর খান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন - বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানের প্রত্যয়দীপ্ত কাফেলা জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার কল্যানে কাজ করে আসছে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকায় জামায়াতের উপর জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। এত জুলুম নিপীড়ন সত্ত্বেও জামায়াত তার আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি। তিনি আরো বলেন- ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবেনা। পরকালিন জবাবদিহীতা ও ভ্রাতৃত্ববোধের কারণেই জামায়াত মানুষের কল্যানে নিজেদেরকে সদা উৎসর্গ করে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ দেশ ও জাতি উপহার দেয়া সম্ভব। এক্ষেত্রে জামায়াতে ইসলামীকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।