জয়পুরহাট সদর কালাই উপজেলা ও শহর বিএনপি’র কমিটি ঘোষণা নিয়ে কালাইয়ে বিএনপির দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে এক পক্ষের লোকজন কালাই বাসস্ট্যান্ড চত্বর অপরপক্ষে লোকজন কৃষি ব্যাংক এলাকায় অবস্থান নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা আসলে দু’গ্রুপের লোকজন শান্ত হয় এবং চলে যান। কমিটি ঘোষণার জের ধরে বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার রহমান সমর্থিক উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম ফকির ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সমর্থিত বিকএনপি নেতা আনিছুর রহমান তালুকদারের লোকজন মুখোমুখি অবস্থান নেন। তাদের এমন কর্মকান্ডে শহর জুড়ে আতঙ্ক বিরাজ করতে থাকে। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান সমর্থিত উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইব্রাহিম ফকির বলেন, কালাইয়ে আমার কোনো কর্মসূচি ছিল না। ওই পক্ষ অযাচিত আমার লোকজনদের অপমান করেছে। কমিটি নিয়ে যদি ওদের আপত্তি থাকে সেটা জেলার বিষয়। তার জন্য আমার লোকজন তাদের হাতে অপমানিত কেন হবে। কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা এসে পরিবেশ শান্ত করেছে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দুই গ্রুপের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারপর উক্ত দুই গ্রুপের লোকজন ঘটনাস্থল ত্যাগ করেছেন। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।