জুলাই-আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ঝিকরগাছা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে দোয়া আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯জুলাই) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক রনোকুল ইসলাম, সদস্য সচিব নাইম হোসেন ডনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ও ১১ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।