বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং মহাপরিচালক মহোদয়ের সদয় দিকনির্দেশনায় ঢাকা মহানগরের চারটি জোনের অন্তর্গত নিম্ন আয়ের বসতি এলাকায় টিডিপি (নগর প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পাঁচটি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে, যার প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ মিলিয়ে ৬৪ জন করে মোট ৩২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধলপুরের সিটি পল্লী বস্তি (যাত্রাবাড়ী), আদাবর ও চন্দ্রিমা বস্তি (মোহাম্মদপুর), কড়াইল বস্তি (গুলশান), এবং পোড়া বস্তি (মিরপুর-১১) এলাকায় অবস্থিত।

টিডিপি মৌলিক প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো নগরের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর যুবক ও যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে, সমাজে বিদ্যমান কিশোর অপরাধ ও মাদকাসক্তি রোধে এই প্রশিক্ষণ কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী আশা প্রকাশ করেছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়াস চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।