দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ ভোররাতে ও দুপুরে বিরামপুর থানাধীন কাটলা ইউনিয়ন, মুকুুন্দপুর ইউনিয়ন, পৌরসভার চকপাড়া, শান্তিনগর, টাটকপুর এলাকা হতে জিআর পরোয়ানামূলে ০৩ জন, জুয়াখেলার দায়ে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ০৬ জন ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্ট সাজাপ্রাপ্ত ০১ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 মোবাইল কোর্ট পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।  গ্রেফতারকৃত আসামিরা হল জিআর ১৫৪/১৮ মূলে আসামী ০১। মোহাম্মদ মিলন (৫০) পিতা-মৃত মোজাফফর হোসেন সাং-মুকুন্দপুর, জিআর ৪০৩/২১ মূলে আসামী ০২। মোঃ রিয়াজুল ইসলাম (৩০), পিতাঃ -মোঃ ইদ্রিস আলী, সাং- চকপাড়া, জিআর ৯৪৯/২১ মূলে আসামী ০৩। মোহাম্মদ আনোয়ার (৪২), পিতা-মৃত পবন মন্ডল, দক্ষিণ দামোদরপুর, জুয়া খেলার দায়ে মোবাইল কোর্ট মামলা নং-৭৮/২০২৩ মূলে ০১(এক) মাসের সাজাপ্রাপ্ত আসামী ০৪। মোঃ আশরাফ আলী (৬৫), পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং-শান্তিনগর , মোবাইল কোর্ট মামলা নং-৭৯/২০২৩ মূলে ০১(এক) মাসের সাজাপ্রাপ্ত আসামী

০৫। মোঃ মজির উদ্দিন (৬২), পিতা- মৃত আঃ আলিম, গ্রাম- বিরামপুর, মোবাঃ কোর্ট মামলা নং- ৮০/২০২৩ মূলে ০১(এক) মাসের সাজাপ্রাপ্ত  আসামী ০৬। শ্রী মহাদেব (৫০), পিতা- শ্রী গণেশ, সাং- চরকাই, মোবাঃ কোর্ট মামলা নং- ৮১/২০২৩ মূলে ০৭(সাত) দিনের সাজাপ্রাপ্ত  আসামী ০৭। মোঃ নুরুজ্জামান (৪৫) পিতা- মৃত- ইব্রাহীম, সাং- চকপাড়া(কল্যাণপুর), মোবাঃ কোর্ট মামলা নং- ৮২/২০২৩ মূলে ২০(বিশ) দিনের সাজাপ্রাপ্ত  আসামী ০৮। মোঃ মানিক মিয়া (৪৫),পিতা- মৃত- আঃ রহমান, সাং- বামনাহার, মোবাঃ কোর্ট মামলা নং- ৮৩/২০২৩ মূলে ০৩ (তিন) দিনের সাজাপ্রাপ্ত আসামী

০৯। মোঃ মোস্তাফিজুর (৫৩), পিতা- মৃত- আবিছর রহমান, সাং- চকপাড়া, মোবাঃ কোর্ট মামলা নং- ৮৪/২০২৩ মূলে মাদক সেবনের দায়ে ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত  আসামী ১০। মোঃ সুমন মিয়া(২৮), পিতা- মৃত- রুহুল আমিন, সাং- টাটকপুর, সকলের থানা- বিরামপুর, জেলা- দিনাজপুর। গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালত ও জেলা কারাগার দিনাজপুরে প্রেরণ করা হয়েছে। এ সময় বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান মাদকের বিরুদ্ধে  অভিযান চলমান আছে।