বন্যাদুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের শত শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা। এসময় বানভাসি মানুষের মধ্যে শুকনো খাবার,বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। 

বন্যাদুর্গত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রবিবার বিকেলে দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের শত শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা। এসময় বানভাসি মানুষের মধ্যে শুকনো খাবার,বিশুদ্ধ খাবার পানি এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। 

দুর্গাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া,পৌর বিএনপির সদস্য সচিব হারেজ গণি,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার,রফিকুল ইসলাম,গাওকান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আহাদ,ইউনিয়নের সদস্য সচিব রিপন সরকার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।