নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের বন্যাদুর্গত হতদরিদ্র ইদ্রিস আলীর পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু।বৃহস্পতিবার ইদ্রিস আলীর বাড়িতে গিয়ে তিনি নগদ অর্থ সহায়তা প্রদান করেন।সাম্প্রতিক পাহাড়ি ঢলে ইদ্রিস আলীর ঘর ভেঙে তিনি নি:স্ব হয়ে যান। বিভিন্ন গণমাধ্যমে ইদ্রিস আলীর নিদারুণ কষ্টের সংবাদ প্রকাশ হবার পর বিষয়টি মঞ্জুরুল হক মঞ্জুর দৃষ্টিগোচর হয়। তিনি এই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেন। এই অর্থ সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইদ্রিস আলী। তিনি বলেন,আমার মতো গরীব মানুষকে মঞ্জু ভাই সহযোগিতা করায় আমার অনেক উপকার হয়েছে। আমি তার প্রতি চির কৃতজ্ঞ। দোয়া করি তিনি আরো বড় হোন।নগদ অর্থ প্রদানকালে মঞ্জুরুল হক মঞ্জু বন্যাদুর্গত ইদ্রিস আলীর বাড়ি পরিদর্শন করে তার ছেলেমেয়ের সার্বিক খোঁজখবর নিয়েছেন। এসময় তার সঙ্গে বিএনপির নেতাকর্মী ও গ্রামের স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় মঞ্জুরুল হক মঞ্জু বলেন,মানুষকে সাহায্য করতে পারলে আমার নিজের কাছেই ভালো লাগে। পাহাড়ি ঢলে ইদ্রিস আলী নি:স্ব হয়ে গেছে। তার দুরবস্থা দেখে আমার খুব কষ্ট লেগেছে। আমি যথাসাধ্য তার পাশে দাঁড়ালাম। সবাইকে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।