শনিবার (১৯ জুলাই) সকাল দশটায় উপজেলা পরিষদ শহিদ মিনার চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে শহিদ বায়োজিদ বোস্তামি স্মরণে একটি জারুল গাছ রোপণ করা হয়। উল্লেখ্য ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের কৈগ্রাম ওলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামি ২৪ এর ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে মারা যায়। পরে শহীদ বায়েজিদের মৃতদেহ জ্বালিয়ে দেয় পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি এমএম সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম ফরহাদ জাহান, উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিসুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, এমএম সরকারি কলেজের প্রভাষক সুলতান মাহমুদ, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, শহিদ বায়োজিদের মা বেনুয়ারা প্রমুখ।