বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ (নেসকো) তাদের সেবা দানের পদ্ধতি আধুনিকায়ন করার ক্ষেত্রে এ্যনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল প্রিপেইড মিটার প্রতিস্থান করে। এর পর থেকেই হু হু করে বেড়ে যায় বিদ্যুৎ বিল।
বসতবাড়ি, দোকান অথবা মিল ফ্যাক্টরি সব জায়গায় দেখা যায় একই চিত্র। এই ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিলের পাশাপাশি মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, ভ্যাটসহ বিভিন্ন খাতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ যা এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে মানুষের নাভিশ্বাসে পরিণত হয়েছে।যার প্রক্ষিতে মহাস্থান সচেতন এলাকাবাসী মহাস্থান ফ্লাইওভার এর নিচে বিদ্যুৎ এর ডিজিটাল মিটার অপসারণ ও বিদ্যুৎ খরচ কমানোর দাবিতে মানববন্ধন করে।
মানববন্ধনে এলাকাবাসী এই ডিজিটাল মিটারকে গরীবের রক্তচোষা মিটার বলে আখ্যায়িত করে এবং অচিরেই এই মিটার বাতিলের দাবি জানান।বক্তারা বলেন পূর্বের মিটারের তুলনায় এখন তাদের ৪-৫গুন বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে তাই নেসকোর ডিজিটাল মিটার বাতিল করে পূর্বের ন্যায় এনালগ মিটার প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে আবার প্রতিস্থাপিত করতে হবে, তা না করলে এ মানববন্ধন চলছে, চলবে।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। এসময় বাংলাদেশ আর্মি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উত্তাল জনতাকে শান্ত করে বিদায় জানান।