ছাত্র ছাত্রীরা সব এক হয়ে দেশটাকে নতুন করে সাজানোর আহ্বান জানিয়ে ছিলো অনলাইন এ।যার অংশ হিসাবে থাকবে বৃক্ষরোপন।তাদের সাথে গাছ লাগানোর ইচ্ছে থেকে ক'জন বাগানী ভাই বোনেরা একত্রিত হয়ে শুরু হয় গাছ লাগানো। তারই ধারাবাহিকতায় চলতি মাসের ০৭, ০৮ এবং ১১ তারিখে বহুড়া শহরের বিভিন্ন সড়কে ছয় শতাধিক গাছ লাগানো হয়।
প্রথম দিন (০৭/০৮/২৪ইং)৫/৬ জনের টিম ১৪ জনে পরিণত হয় এবং বহুড়া শহরের বড়গোলা, সাতমাথা ও শেরপুর রোডে গাছ লাগানো হয়।দ্বিতীয় দিন (০৮/০৮/২৪ইং)মাটিডালি রোডে বীট মডেল স্কুল থেকে উপজেলা পরিষদের গেট পর্যন্ত আমরা গাছ লাগানো হয়। তবে আমরা সেদিন দ্বিতীয় দিনে টিম মেম্বার ছিলো ২২ জন ছিলাম।
তৃতীয় দিন (১১/০৮/২৪ইং)গাছ লাগানো হয় বগুড়ার বাগানীদের গ্রুপ "বগুড়ার বাগান প্রেয়সী" গ্রুপের পক্ষ থেকে শহরের তিনমাথা রেলগেটের হাইওয়ে ডিভাইডারে গাছ লাগানো হয়। তৃতীয় দিনে গাছ লাগাতে উপস্থিত ছিলো ২০জন স্বেচ্ছাসেবক।গাছ সংগ্রহ করা হয় ছাত্র-ছাত্রী ও সেচ্ছাসেবকদের নিজস্ব অর্থায়ন, বগুড়ার বাগান প্রেয়সী গ্রুপ, স্থানীয় নার্সারি মালিকের অনুদান ও হার্টিকালচার সেন্টার হতে।অংশগ্রহণকারী সেচ্ছাসেবকরা জানায়, "তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে এবং গাছের পরিচর্চার ব্যবস্থা করবে।
সেই সাথে সকল ছাত্র-ছাত্রী ও জনসাধারণকে অনুরোধ জানানো হয় গাছের যত্ন নিতে। সেই সাথে তারা বলেন, "বগুড়াবাসী আমাদেরকে উৎসাহিত করেছে এবং এই অজানা মানুষগুলো ও ছাত্রদের যারা খাবারের ব্যবস্হা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।সবশেষে আমাদের পরিচয় আমরা বাংলাদেশ নামক পরিবারের ছোট্ট একটু অংশ।আসুন সবাই মিলে এক সাথে দেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাই"