বাংলাদেশের একমাত্র পাবলিক মেরিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক-সম্মান শ্রেণীর ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে, বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে ২ শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শহীদ মোয়াজ্জেম হলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল (অব:) এম খালেদ ইকবাল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রোভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকগণ ও আবাসিক হলের শিক্ষার্থীরা। ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জয়েনিং কিডস প্রদান করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রতিষ্ঠার উদ্দেশ্যে, বিভিন্ন নিয়ম-কানুন, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের দিকনির্দেশনা প্রদান করা হয়।