আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের আসর।

এই আসরকে সামনে রেখে ২০ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. শহীদুর রহমান সাজু। 

শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়। 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।


সাজুর এই অর্জনে দলীয় সহকর্মী ও সহপাঠীরা অভিনন্দন জানিয়েছেন। তরুণ এই খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছে হকি মহল।


তবে এই দলে জায়গা মেলেনি ওমানে খেলা ৬ জন খেলোয়াড়ের। বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম।


বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ স্কোয়াড 


মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।