চাঁদপুরের মতলব দক্ষিণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল বাবর মোঃ সেলিম।

এসময় তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে, তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক পর্যায়ে দেশের মানদন্ড উজ্জ্বল করবে।

আজ ১০ই মার্চ রবিবার সকাল ১০টায় ক্যামব্রিয়ান ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডি. এম আলাউদ্দিন কবিরের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন, মতলব প্রেসক্লাবের সভাপতি ও অত্র স্কুলের উপদেষ্টা রোকনুজ্জামান রোকন।

বিদ্যালয় সূত্রে জানা যায় যে, দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানে (প্লে-পঞ্চম) প্রত্যেক শ্রেনির কোমলমতি শিক্ষার্থীরা নিজেকে সেরা করার প্রত্যয়ে - দৌড়, বিস্কুট দৌড়, মারবেল দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজো, নিজের পরিচিতি, পবিত্র কোরআন তিলওয়াত, সংগীত, নাচ, কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহন করে। 
প্রত্যেক অভিভাবক নিজের সন্তানের পারফামেন্স দেখে আনন্দিত হন। প্রতিযোগিতা পর্বে প্লেস নির্ধারণ যেটাই হোক বাচ্চাদের অংশগ্রহণ ছিল চোখে পরার মত। তাদের পারফামেন্স অতিথিবৃন্দ ও শিক্ষক পরিবারকেও ব্যাপক আনন্দ দিয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ আলাউদ্দিন মিয়া, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন, ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা মোঃ বোরহান উদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি চয়ন চন্দ্র ঘোষ।

অত্র স্কুলের প্রধান শিক্ষক নাদিরা আক্তারের পরিচালনায় বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের সকল পর্বে সহযোগিতা প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিতা রানী, সহকারি শিক্ষক- হিমেল মুন্না, ইমাম হোসেন শাওন, সাইফুল ইসলাম তাহমিনা আক্তার, জোহরা আক্তার, মিতু আক্তার, ডালিয়া বেগম।


উল্লেখ্য যে, স্কুলের আয়োজনে প্রতিযোগীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিবেচনায় পরবর্তীতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে।