বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলাধীন কাজিরহাট থানার ১নং আন্ধার মানিক ইউনিয়নের এর বাসিন্দা জাফর সরদার (২০) পিতা মোঃ আলি সরদার

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলাধীন কাজিরহাট থানার ১নং আন্ধার মানিক ইউনিয়নের এর বাসিন্দা জাফর সরদার (২০) পিতা মোঃ আলি সরদার।নামে এক মাদ্রাসা ছাত্রকে  রাতভর  অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর বাবা মো. আলী সরদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। সোমবার ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।জাফর সরদার মেহেন্দীগঞ্জের ভঙ্গা গ্রামের মো. আলী সরদারের ছেলে এবং গাবতলা ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।অভিযোগে জানা যায়, উপজেলার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দীন খোকন খানের আলিশান বাড়ির ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তার লোকজন জাফর সরদারকে রাতে সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে।বাদী মো. আলী সরদার জানান, সন্ধ্যায় তার ছেলে জাফর গাবতলী বাজারে চুল কাটাতে যায়। রাত ৯টার দিকে বাড়ির ফেরার পথে  গুলিঘাটা কালভার্ট এলাকায় পৌঁছালে ইয়ামিন খান, লিমন ও আসিব হাওলাদারসহ ৮-১০ জন তার পথরোধ করে মারধর শুরু করে। তারা সবাই ইউ পি চেয়ারম্যানের লোক।একপর্যায়ে জাফর দৌড়ে বাঁচতে চাইলে হামলাকারীরা তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এবং চেয়ারম্যানের নির্দেশে তার সুপারী বাগানে গাছের সাথে বেঁধে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। জাফরের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আনুমানিক রাত ৩টায় অচেতন অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কোহিনুর করিম ,বলেন  তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে।উল্লেখ্য২০১৩ সালে গান পাউডার দিয়ে নিজের মালিকানাধীন বিহংগ পরিবহন নিজেরাই  পুরিয়ে ১২ জন নিরিহ মানুষকে হত্যা করে ।এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতাকে মিথ্যা মামলা দিয়েছেন বিহংগ পরিবহন এর এমডি নাসির উদ্দিন খোকন খান।সেই মিথ্যা মামলায় মহাসচিব এর সাথে গ্রেফতার হয়েছিলেন, মুক্তি যোদ্ধাপ্রজম্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী  এ বি এস খান স্বপন।এ বিষয়ে কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।