হবিগঞ্জের মাধবপুরে হযরত মোহাম্মদ (সা:)এর জীবনী সম্পর্কিত ইসলামিক নলেজ এডুকেশন সেন্টার সাতপাড়িয়া কতৃক এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের মাধবপুরে  হযরত মোহাম্মদ (সা:)এর জীবনী সম্পর্কিত ইসলামিক নলেজ এডুকেশন সেন্টার সাতপাড়িয়া কতৃক   এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।আজ ২ নভেম্বর ২৪ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার   হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।ইসলামিক কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে,এনামুল হক এ্যানী র সঞ্চালনায়,হাজ্বী  হাসান আহমেদের সভাপতিত্বে 
পবিত্র কুরআন  তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি  অনুষ্টিত হয় ।ইসলামিক কুইজ প্রতিোগীতায় ৩টি বিভাগে  ১০ টি প্রতিষ্ঠানের মোট  ৪৮০ জন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন, এর মধ্যে প্রতি বিভাগে দশজন করে বিজয় প্রতিযোগিতা করা ঘোষণা করা হয়, উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার ছিল ইসলামিক বই,মাধবপুরের ইতিহাস ও ঐতিহ্যের বই  নগদ টাকা ও একটি ছাতা  দেওয়া হয়। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া আমিরে জামাত মাধবপুর উপজেলা  শাখা,বিশেষ অতিথি, ডাক্তার রুকন উদ্দিন পারভেজ পরিচালক রেম   ফার্মাসিউটিক্যাল ঢাকা,আরো উপস্থিত ছিলেন,  মারুফ আহমেদ আহবায়ক মাধবপুর উপজেলা ছাত্রদল, হোসাইন আহমেদ, যুগ্ম আহবায়ক মাধবপুর উপজেলা যুবদল। এমরান নাজির বাপ্পি ,
যুগ্ম আহবায়ক মাধবপুর উপজেলা যুবদল।আজিজুর রহমান পরিচালক ইসলামিক নলেজ এডুকেশন সেন্টার মিজানুর রহমান, সহ পরিচালক ইসলামিক নলেজ এডুকেশন,  জনাব, আবুল হাসিম, হামিদুর রহমান , শাহীন আলম,,  সিনিয়র সাংবাদিক জামাল মোঃ  আবু নাসের, সাংবাদিক এম এম শামীম আহমেদ,,এলাকার গন্যামন্য ব্যক্তিবর্গ ও প্রতিযোগিদের অবিভাবকের সহ অন্যানরা।