জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নওগাঁর মান্দায় ‘এক শহীদ, এক বৃক্ষ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শহীদ রাসেল রানার স্মরণে শনিবার বিকেলে উপজেলার কশব ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির অংশ হিসেবে একটি জারুল গাছের চারা রোপণ করাসহ তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
শহীদ রাসেল রানার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে গাছের চারাটি রোপণ করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। উপজেলা প্রশাসন ও সোস্যাল ফরেষ্ট্রি প্ল্যানটেশন সেন্টার (এসএফপিসি) রাজশাহী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ ও নজরুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিষ দে, কশব ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল আরেফিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিদা খাতুন, উপ-প্রশাসনিক কর্মকর্তা আরাফাত হোসেন প্রমূখ। শহীদ রাসেলের বাবা পিন্টু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এই কর্মসূচিতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সার্থী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে শহীদ রাসেল রানার নামে একটি গাছের চারা রোপণের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা বিতরণসহ রোপিত চারার  সঙ্গে শহীদের জীবনের বিস্তারিত তথ্য জানার জন্য কিউ আর কোড যুক্ত নামফলক সংযুক্ত করে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, শহীদ রাসেল রানা (২০) কশব ভোলাগাড়ী গ্রামের বাসিন্দা ও পিন্টু রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরে পুলিশের গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ জুলাই মারা যান। তাঁর শহীদ গেজেট নম্বর ২৭২।