নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ“ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী,আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।রাণীনগর উপজেলা উপজেলা প্রশাসন,সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১০টায় শুরুতে উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হয়। এর পর র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর পরিষদ সভা কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত। রাণীনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান,অধ্যক্ষ হারুনুর রশিদ,সাততারা সমবায় সমিতির সভাপতি এজাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সমবায়ীবৃন্দ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে সফল উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।