বোমার আঘাতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত আরও দুইজন।
হিজবুল্লাহ পরিচালিত আল মানার টিভিতে দেখানো হয় বিস্ফোরণের ফুটেজ। দক্ষিণাঞ্চলীয় সিডনের আল নাজারিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
তেলআবিবের দাবি, হিজবুল্লাহর আস্তানা টার্গেট করে অভিযান চালানো হয়েছে। অভিযোগ রয়েছে, লেবানিজ সশস্ত্র গোষ্ঠীটি আবারও নিজেদের সামরিক অবকাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছিলো। আর সে লক্ষ্যেই জড়ো করছিলো প্রয়োজনীয় সরঞ্জাম।
