ধান কেন কাটল প্রশ্ন করতে ও ধান ফেরত চাইলে তারা আমাকে প্রান নাশের হুমকি দেয়

সিরাজগঞ্জের সলঙ্গায় রাতের আঁধারে প্রায় ১৫ শতক জমির  ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগসুত্রে জানাজায়, আলমঁচাদপুর গ্রামের কৃষক আব্দুল করিমের  সাথে শহিদুল গংদের দীর্ঘদিন ধরে চলা  বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের আলমচাঁদপুর গ্রামের করিমের প্রায় ১৫ শতক  ফসলি জমির  ধান কেটে নেয় শহিদুল ইসলামের লোকজনেরা ।আব্দুল করিম জানান, আমার খাজনা খারিজ করা ক্রয়কৃত ফসলী  জমির  ধান শহিদুল ও তার লোকজন রাতের অধারে কেটে নিয়ে যায়। সকালে আমি জমিতে গিয়ে ধান দেখতে না পেয়ে খোজ নিয়ে জানতে পারি শহিদুল ও তার লোকজন আমার ধান কেটেছে।  আমি ধান কেন কাটল প্রশ্ন করতে  ও ধান  ফেরত চাইলে তারা আমাকে প্রান নাশের হুমকি দেয়। তারা দীর্ঘদিন যাবৎ আমার ক্রয়কৃত সম্পত্তি তাদের বলে দাবি করে আসছে এ নিয়ে চলমান মামলাও রয়েছে। আমি প্রসাশনের নিকট এর সঠিক বিচার দাবি করছি। 

এ বিষয়ে শহিদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায় নি । তার  ভাই জাহিদুল ইসলাম জানান,  ধান আমারা কেটে নিয়ে এসেছি  আমরা করিমের কাছে অন্য জায়গায়  জমি পাব তাই ধান কেটে নেয় এসেছি।  এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।