সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা স্কুলের ছাত্রী আফরোজাকে আত্মহত্যার প্ররোচনায় বখাটে আবু সাঈদ শান্তসহ সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুৃধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।আত্মহননকারী স্কুল শিক্ষার্থী আফরোজা খাতুন (১৫) দেবহাটা উপজেলার বহেরা এটিএম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ফারিজুল ইসলামের মেয়ে।মানববন্ধনে বক্তারা বলেন, পুষ্পকাটি গ্রামের শাহজাহান সিরাজের ছেলে আবু সাঈদ শান্ত (২১) দীর্ঘদিন ধরে আফরোজাকে ইভটিজিং করে আসছিল। স্কুলে যাওয়া-আসার পথে নানা কুপ্রস্তাব দেয়ার পাশাপাশি তার প্রস্তাবে সাড়া না দিলে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেয় সে। এ নিয়ে আফরোজা তার পরিবারকে জানালে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। গত ২৫ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টার দিকে শান্তর মা হাফিজা খাতুন (সুফিয়া) আফরোজাদের বাড়িতে গিয়ে তাকে ও তার মাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আফরোজাকে বিষ খেয়ে আত্মহত্যা করতে বলে। এ ধরনের অপমান সহ্য করতে না পেরে শুক্রবার দুপুরের দিকে আফরোজা বিষ পান করে। বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় মার যায় আফরোজা।বক্তারা আরো বলেন, পরদিন শনিবার (২ নভেম্বর) আফরোজার বাবা ফারিজুল ইসলাম বাদী হয়ে বখাটে আবু সাঈদ শান্ত সহ তিন জনকে আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করলেও এখনো কোন আসামী গ্রেপ্তার হয়নি। আমরা আফরোজার আত্মহত্যার প্ররোচনাকারী আবু সাঈদ শান্ত, তার মা সুফিয়াসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।মানববন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।