সিরাজগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক স্থান সলঙ্গা। ব্রিটিশ আমলে কৃষক জনতার সাথে তৎকালীন প্রশাসকদের সাথে বিদ্রোহ হয়ে অনেক সাধারণ লোকজন প্রাণ হারিয়েছিলেন,

সিরাজগঞ্জ জেলার অন্যতম ঐতিহাসিক স্থান সলঙ্গা। ব্রিটিশ আমলে কৃষক জনতার সাথে তৎকালীন প্রশাসকদের সাথে বিদ্রোহ হয়ে অনেক সাধারণ  লোকজন প্রাণ হারিয়েছিলেন, এজন্য এই জনপদের নাম সলঙ্গা বিদ্রোহ নামে পরিচিত। এই জনপদ চলন বিলের পাশেই অবস্থিত হওয়ায়  এখানে বিশাল মাছের আড়ত বসে ভোরবেলায়। এই জনপদের কোল ঘেসে ছোট্ট নদী বয়ে গেছে।  এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, আছে। ইহা একটি ব্যবসা সফল জায়গা হাওয়ায়  এখানকার লোকজন সবাই কর্মমুখী এবং চাকুরীজীবী। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি কাজে সলঙ্গা থানায় এসেছিলেন। এ খবর জানতে পেরে  সলঙ্গা প্রেসক্লাবের সদস্যবৃন্দ তাদেরকে উষ্ণ  অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের  সভাপতি হারুন অর রশিদ খান হাসান,,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না,, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক,, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক  রহমত আলী, এনামুল হক, এটিএন বাংলা, এটিএন নিউজ, জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান,,  আরটিভি জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু,,  আরো উপস্থিত ছিলেন সলঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ:সভাপতি রফিকুল ইসলাম, স্বপন, এবং ক্যামেরা পারসন শাহ আলম প্রমুখ : তাদের আতিথেয়তায় মুগ্ধ সভাপতি, সাধারণ সম্পাদক সহ অতিথিবৃন্দ।