মানবতার সেবায় নিয়োজিত উদ্দীপ্ত সমাজ ঝালকাঠি জেলার ৪ নং কেওড়া  ইউনিয়নের একটি গ্রাম পিপলিতা, এখানে গ্রামবাসীর একক প্রচেষ্টায় উন্নয়নের চিত্র ফুটে উঠেছে যা তাদের স্বেচ্ছায় অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্ভব হয়েছে। পিপলিতা উদিপ্ত সমাজ, এটা গ্রামের সকলের স্ব উদ্যোগে গঠিত একটি সংগঠণ। গ্রামের তরুন, যুবক,  চাকুরীজীবী,  ব্যাবসায়ী ও প্রবাসী ভাইয়েরা নিজেস্ব অর্থায়নে বণ্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, গরীব দু:খী মানুষের চিৎকিৎসা সেবা, রক্তদান, আমাদের গ্রামে চলাচলে অনুপযোগী রাস্তার সংস্কার, মাদক মুক্ত রাখার জন্য খেলাধুলা সামগ্রী বিতরন, বৃক্ষ রোপন সহ  গ্রামের উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। "তাদের স্লোগান মানবতার সেবায় আমরা সবাই"। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, দলমত নির্বিশেষে তারা সবাই একতাবদ্ধ। গ্রমের উদ্দেশ্য,  নতুন প্রজন্মকে মাদকমুক্ত একটি আধুনিক গ্রাম উপহার দেওয়া। সকলের সহযোগিতা পেলে আমরা এগিয়ে যাবো বহুদুর। এই উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে বর্তমান তরুণরা আরো উদ্দীপ্ত হয়ে মানবতার সেবায় ছড়িয়ে পড়ুক  সারা বাংলায়, আর আমাদের প্রতিটি গ্রাম হয়ে উঠুক সচ্ছল,মানবতার সেবায় সকলের তরে, ঐক্যবদ্ধ আমরা।