পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশনের অপাশেরনাল যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ বছর বন্ধ রয়েছে কার্যক্রম। জাপানের প্রতিনিধিদল পর্যবেক্ষণ করে ত্রুটি সমাধান করে গেলেও আবারও দেখা দিয়েছে নতুন সমস্যা। রেডিয়েশন না হওয়ায় ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণ ও ঘূর্ণিঝড় সংক্রান্ত বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না এই রাডার স্টেশন থেকে।

পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশনের অপাশেরনাল যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় পাঁচ বছর বন্ধ রয়েছে কার্যক্রম। জাপানের প্রতিনিধিদল পর্যবেক্ষণ করে ত্রুটি সমাধান করে গেলেও আবারও দেখা দিয়েছে নতুন সমস্যা। রেডিয়েশন না হওয়ায় ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ধারণ ও ঘূর্ণিঝড় সংক্রান্ত বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না এই রাডার স্টেশন থেকে।


খেপুপাড়া রাডার স্টেশন সূত্রে জানা যায়, জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে ১৯৬৯ সালে পটুয়াখালীর কলাপাড়ায় কনভেশনাল রাডার স্টেশন নির্মাণ করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। মূলত উপকূলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় আবহাওয়ার পূর্বাভাস দিতে রাডার স্টেশনটি নির্মাণ করা হয়।


২০০৮ সালে পুরনো অবকাঠামো ভেঙে জাপান রেডিও কোম্পানি বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি স্থাপন করে এ রাডার স্টেশনে। এই প্রযুক্তি অটোমেটিকভাবে ঘূর্ণিঝড়ের তথ্য উপাত্ত সংগ্রহ করে। কিন্তু ২০১৮ সালের এপ্রিল থেকে স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভে সিষ্টেমের যন্ত্রাংশের ত্রুটির কারণে অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে যায়।


পরে ২০২১ বছরের অক্টোবরে জাইকার প্রতিনিধিদল রাডার স্টেশনটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ত্রুটির সমাধান করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাডার স্টেশনটিতে দেখা দেয় রেডিয়েশন সমস্যা। রেডিশেন না হওয়ায় ঘূর্ণিঝড়ের গতিবেগ, শক্তি, তীব্রতা ও অবস্থান নির্ণয় করা যাচ্ছে না। তবে এই স্টেশনের পাইটল বেলুন অবজারভেশন (পিবিও) চালু আছে। অর্থাৎ বৃষ্টির পরিমাপ, বাতাসের গতিবেগ ও প্রতিদিনের তাপমাত্রা রেকর্ড করা যাচ্ছে। 


মৎস্য বন্দর মহিপুরের জেলেরা বলেন, আমরা আবহাওয়া অফিসের মাধ্যমেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস জেনে থাকি। তবে শুনেছি কলাপাড়ার রাডার স্টেশনটির কার্যক্রম নাকি বন্ধ। আমরা এ রাডার স্টেশনটির ত্রুটি দ্রুত সময়ের মধ্যে সমাধানের দাবি জানা, উপকূল অঞ্চলের মানুষের জন্য এটি যেন দ্রুত ঠিক করে দেওয়া হয়।


খেপুপাড়া রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর জব্বার শরীফ বলেন, স্টেশনটির ফ্রিকোয়েন্সি ইমেজ শাখার ট্রান্সমিশন সিস্টেম ও সার্ভে সিষ্টেমের যন্ত্রাংশের ত্রুটি ঠিক হয়েছে। এখন নতুন সমস্যা হচ্ছে রেডিয়েশন হচ্ছে না। তাই এটি এখন সচল বলা যাচ্ছে না। তবে জাইকাকে মেইলের মাধ্যমে জানানো হয়েছে। প্রতিদিন তাদের সঙ্গে মেইল আদান-প্রদান হচ্ছে। আশা করছি তারা দ্রুত সময়ের মধ্যে ত্রুটি ঠিক করে দেবেন।


পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জাইকাকে চিঠি দেওয়ার পর তারা রাডার স্টেশনটি সরেজমিনে পরিদর্শন করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে।