সুনামগঞ্জ -৩ ( শান্তিগঞ্জ - জগন্নাথপুর উপজেলা ) আসনে ব্যারিষ্টার আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেছেন।

সুনামগঞ্জ -৩  ( শান্তিগঞ্জ - জগন্নাথপুর উপজেলা )  আসনে ব্যারিষ্টার আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেছেন।বৃহস্পতিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আগামী সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন তিনি।সংবাদ সম্মেলনে ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলেন,এই দেশ, মাটি আর মানুষের মায়ায় আবদ্ধ হয়ে বিগত ১১ টি বছর ধরে সকল লোভ- লালসার উর্ধ্বে  উঠে আমার নির্বাচনী এলাকায়  আমি কাজ করে যাচ্ছি। বিলাতে আমার বাড়ী - গাড়ি উপার্জনের সব উপায় থাকা সত্বেও এতটি বছর ধরে আমি পরে আছি শুধু এক নেশায়- আর তা হচ্ছে, আমার এই নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করা।তিনি বলেন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কর্তৃক আমার বিরুদ্ধে লন্ডনে একটি এবং বাংলাদেশে একটি করে মোট দু'টি মামলা হয়েছিল। দৈনিক " আমার দেশ " পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে সমর্থন করে " আমার দেশ " অফিসে প্রতিবাদ সভায় অংশ গ্রহন এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অপ- কাজের কিছু দলিল " আমার দেশ " সম্পাদক মাহমুদুর রহমানকে প্রদান করার কারণে আমি ২০১২ সালের নভেম্বরে আমার দেশ অফিস থেকে গ্রেফতার হয়েছিলাম তিনি রাজনৈতিক স্মৃতিচারণ তুলে ধরে বলেন,বিগত ১১ টি বছর ধরে এত সব প্রতিকূল অবস্থা সত্বেও স্ত্রী - সন্তান বা নিজের আরাম-আয়েশের কথা না ভেবে যেভাবে আমার নির্বাচনী এলাকার সকল স্তরের নেতৃবৃন্দ, মুরুব্বিয়ান,যুবকদের সাথে নিয়ে এবং আপনাদের উপস্থিতির মাধ্যমে সুনামগঞ্জ -৩ আসনে আমি প্রার্থীতা ঘোষণা করছি।প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলেন,আমি আশা করছি এবং সবিনয় অনুরোধ করছি যে,আমার নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাকে আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির একজন প্রার্থী হিসেবে সক্রিয় বিবেচনার দৃষ্টিতে দেখবেন।সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ছলিবনুর বাচ্চু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  এস এম রাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজমুল হোসেন এবং উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার জনসাধারণ।
উল্লেখ্য, ব্যারিষ্টার আনোয়ার হোসেন  একজন রাজনৈতিক কর্মী। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেনতারপর তিনি বিলাতের লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে ডি এইচ ইন ল এবং সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লিগ্যাল স্কিলস ডিগ্রি অর্জন করেন এবং সর্বশেষ বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান লিংকস ইন থেকে বার- এট- ল অর্থাৎ একজন ব্যারিষ্টার হিসেবে ঘোষিত হন।তিনি আইনজীবী পরিবারের একজন সদস্যও।তার আপন ছোট ভাই নজরুল হোসেন একজন ব্যারিষ্টার। তার চার মেয়ে। দুই মেয়ে ব্যারিষ্টার, এক মেয়ে ট্রেইনি চার্টার্ড একাউন্টেন্ট এবং এক মেয়ে কর্পোরেট জগতে ট্রেডিং কর্পোরেশন কন্ট্রোলার।তার বড় মেয়ে ব্যারিষ্টার অর্পা ইবনাত হোসেন ব্রিটিশ সিভিল এ হিজ ম্যাজিস্ট্রিস রেভিনিউ এন্ড কাস্টমস এর একজন ক্রিমিনাল প্রসিকিউটর।