এক সময় গ্রামের খেটে খাওয়া মানুষগুলো গাছের বড় বড় মোটা গুল মাচা বানিয়ে উপরে তুলে করাত দিয়ে ফাড়াই করার একমাত্র মাধ্যম ছিল করাত।

এক সময় গ্রামের খেটে খাওয়া মানুষগুলো গাছের বড় বড় মোটা গুল মাচা বানিয়ে উপরে তুলে করাত দিয়ে ফাড়াই করার একমাত্র মাধ্যম ছিল করাত। এই পেশায় তিনজন লেবার লাগতো দুইজন নিচে,,একজন উপরে। এই কাজ  তারা ভ্রাম্যমাণ হিসেবে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে  অর্ডার নিতো এবং কাজ করতো। ফলে তাদের কাজ  শেষ না হওয়া পর্যন্ত সেই গ্রামে অবস্থান করত। ৮০র দশকে৯০র দশকে এই কাজগুলো খুব বেশি চোখে পড়তো। কিন্তু ডিজিটাল যুগে এখন আর ওই কাজগুলো চোখে পড়ে না। ফলে গ্রামের সহজ সরল সেই লোকগুলো এখন বেকার হয়ে অন্য  পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। এখন ইঞ্জিনের সাহায্যে কাঠ ভাঙ্গানোর কাজ চলছে খুব অল্প সময়ে। কালের আবর্তনে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। যেমন এখন আর হাত দিয়ে ঠেলা নৌকা ঠেলতে হয় না,, ইঞ্জিন চালিত নৌকা সেগুলোকে বিলুপ্ত করে ফেলেছে। আবার বাপ দাদার ১৪,পুরুষরা গরুর লাঙ্গল চালিয়ে জমি চাষ করতো   কিন্তু কলের লাঙ্গল এসে এগুলো বিলুপ্ত করে ফেলেছে। বিলুপ্ত হয়েছে রেডিও, সিনেমা হল। ঠিক এভাবে কালের গর্ভে আমরাও একদিন হারিয়ে যাবো এই সুন্দর পৃথিবী থেকে।