স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য ‘আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে স্টার্টআপ প্যাকেজ হিসেবে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

স্কুলপড়ুয়া ছাত্রীদের জন্য ‘আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে স্টার্টআপ প্যাকেজ হিসেবে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

রবিবার ২৫ ফেব্রুয়ারী সকালে উপজেলার হরলাল রায় আনন্দলোক বিদ্যালয় প্রাঙ্গনে জার্মান চিকিৎসকদের সহযোগিতায় ও ‘আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট কর্তৃক স্টার্টআপ প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের হাতে বাইসাইকেল ও স্কুলব্যাগ তুলে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। হরলাল রায় আনন্দলোক বিদ্যালয়ের শিক্ষিকা ইসমত আরা ইমুর সঞ্চালনায় এসময় আনন্দলোক ট্রাস্টের কর্তাব্যক্তি, হরলাল রায় আনন্দলোক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।