১৩ বছর পর প্রতিপক্ষ আওয়ামীলীগের প্রভাবশালী নেতাকে হারিয়ে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম মিঠু মৃধা। জমজমাট এ নির্বাচনে ১ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে এ জয় ছিনিয়ে আনেন তিনি।

১৩ বছর পর প্রতিপক্ষ আওয়ামীলীগের প্রভাবশালী নেতাকে হারিয়ে আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহিদুল ইসলাম মিঠু মৃধা। জমজমাট এ নির্বাচনে ১ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে এ জয় ছিনিয়ে আনেন তিনি।

বিজয়ী জাহিদুল ইসলাম মিঠু মৃধা আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোতাহার উদ্দিন মৃধা আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন ছিল না।

এর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. জাহিদুল ইসলাম মিঠু ৭ হাজার ১৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মোতাহার উদ্দিন মৃধা পেয়েছেন ৫ হাজার ৮৬৯ ভোট এবং তৃতীয় অবস্থানে রয়েছেন রিকশা প্রতীকের প্রার্থী। যিনি পেয়েছেন ৪ হাজার ৪৬২ ভোট।ভোট গণনা শেষে আমতলী উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম। রোববার রাত সাড়ে ১০টায় ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন আমতলী উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা।

তিনি বলেন, রোববার শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে আমতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়। ভোট গণনা শেষে বেসরকারি ফলে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জাহিদুল ইসলাম মিঠুকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।