আশুলিয়া প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে।

আশুলিয়া প্রেসক্লাব কর্তৃক নতুন সদস্য পদের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের আহবায়ক লোকমান হোসেন চৌধুরী খোকা এবং সদস্য সচিব মো: সোহেল রানা'র উপস্থিতিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।এর আগে, গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে আশুলিয়া প্রেসক্লাবের ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের সদস্য সচিব সোহেল রানা স্বাক্ষরিত পোস্টের মাধ্যমে নতুন সদস্য আহবান করা হয়।উল্লেখ্য, সাভার ও আশুলিয়া অঞ্চলে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার যে কোন সংবাদকর্মী 'সদস্য পদের' জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। ১৩ নভেম্বর (বুধবার) থেকে আবেদনপত্র সংগ্রহ শুরু এবং জমা দেওয়া যাবে আগামী  ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।প্রসঙ্গত আরও উল্লেখ্য, উল্লেখিত সময়ের মধ্যে আশুলিয়া প্রেসক্লাবের নিয়মিত সদস্যগণদেরও নিজ নিজ তথ্য হালনাগাদ করার জন্যও উক্ত নোটিশে অনুরোধ করা হয়েছে।স্বহস্তে পূরণকৃত আবেদনপ্ত্রের সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কর্মরত মিডিয়ার পরিচয়পত্রের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সাম্প্রতিক সময়ে প্রকাশিত ৩টি প্রতিবেদনের কপি জমা দিতে হবে।এছাড়াও,  আবেদনকারীর অন্য কোন সাংবাদিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তবে উক্ত সংগঠন কর্তৃক অব্যহতিপত্র সংযুক্তি প্রদান সাপেক্ষে আবেদন বিবেচ্য হবে। পাশাপাশি, একই মিডিয়া হাউজের একাধিক রিপোর্টারের আবেদন বিবেচ্য হবে না।ফরম বিতরণ কার্যক্রম শুরুর সময় আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মাহবুব মন্ডল, ওবায়দুর রহমান লিটন প্রমুখসহ বর্তমান আহবায়ক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।