পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইন্দুরকানি বাজারে ০৭ নভেম্বর বৃহস্পতিবার নিষিদ্ধ পলিথিন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। 
অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫ হাজার ৫শত টাকা জরিমান এবং তাদের নিকট পাওয়া ৭ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ ঘোষণা অনুযায়ী পলিথিন উৎপাদন সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে এ অভিযান বলে জানা গেছে। ইন্দুরকানি বাজারে এ অভিযানটি পরিচালনা করেন জিয়ানগর উপজেলার দায়িত্বরত সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম আল আমিন হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, সরবরাহ ও বাজার জার করনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৫,৫০০ টাকা জরিমানা আদায়  ও ৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।