ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের উদ্যোগে “শহীদ মীর মুগ্ধ স্মৃতি আন্তব্লক ফুটবল টুর্নামেন্ট”- এর উদ্বোধন হয়েছে।
আজ ৩রা অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেন।উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, “জুলাই বিপ্লবে শিক্ষাথীদের আন্দোলন স্বচক্ষে দেখেছি। তাদের রক্তক্ষরণ দেখে অনিশ্চয়তা আর আশঙ্কার মধ্যে দিন কাটিয়েছি।
আমাদের শিক্ষকরা আন্দোলনে সংহতি জানানোর পর আমিও শামিল হয়েছি। এই টুর্নামেন্টকে শহীদ মীর মুগ্ধ সহ আন্দোলনের সকল শহীদদেরকেই উৎসর্গ করছি। আজকের দিনটি শহীদ জিয়াউর রহমান হলের জন্য ঐতিহাসিক একটি দিন। গত প্রায় ১৫ বছর লুটপাট ও বিশৃঙ্খলার জন্য কোনো অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা যায়নি। এখন থেকে হলের শতভাগ আবাসিকতা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবো।”
উক্ত হলের ১৬টি ব্লকের অংশগ্রহণে ৩টি ধাপে ফাইনালিস্ট দুই দল নির্বাচিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ছায়াপথ বনাম টাইটানিক ব্লক। এ দিন ৫টি ম্যাচে ১০টি ব্লকের মধ্য হতে পরবর্তী ধাপে যাওয়া দলগুলোকে বাছাই করা হয়। দর্শক আর খেলোয়াড়দের তুমুল আগ্রহে বৃষ্টি বা কর্দমাক্ত মাঠ যেন কোনো বাঁধাই হয়ে দাঁড়াতে পারেনি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় নির্বিঘ্নে সকল ম্যাচ পরিচালিত হয়েছে।